Homeনিউজ"একুশ শতকে তারুণ্য" বুক  সিরিজের লেখক আহ্বান!

“একুশ শতকে তারুণ্য” বুক  সিরিজের লেখক আহ্বান!

“একুশ শতকে তারুণ্য” বুক  সিরিজের লেখক আহ্বান!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিবছর প্রকাশ করছে ‘একুশ শতকে তারুণ্য’ শীর্ষক বুক সিরিজ। গত তিনবারের ধারাবাহিকতায় এবার চতুর্থ বারের মতো এই বুক সিরিজের কাযক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২০২৫ সালের বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিতব্য চতুর্থ বইতে লিখতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে।

আবেদনপত্রে যা যা পাঠাতে হবে:
১। নির্ধারিত গুগল ফরম পূরণ (লিঙ্ক নিচে)

https://forms.gle/d8BMPcr5dWSmPeAf9
২। ইত:পূর্বে প্রকাশিত (পত্রিকায় কলাম অথবা বুক চ্যাপ্টার, বাংলা/ইংরেজি) একটি লেখা,
৩। নিজের এক কপি সদ্যতোলা ছবি

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ:
১৫ মে, ২০২৪

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: info@gcfil.us

এই বুক সিরিজে কেন লিখবেন?
১। পূর্ণাঙ্গ গবেষণা পদ্ধতিতে আপনি লেখার চর্চা করতে পারবেন;
২। লেখালেখির কৌশল সম্পর্কে ধারণা পাবেন;
৩। অমর একুশে বইমেলায় আপনি একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন;
৪। লেখক হিসেবে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং থেকে সনদপত্র পাবেন;
৫। দেশ-বিদেশের তরুণ লেখক ও গবেষক সম্প্রদায়ের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন;
৬। ভালো ও যোগ্যতম লেখকদের বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

একজন লেখক হিসেবে নিজেকে গড়ে তুলতে আমাদের এই উদ্যোগে আপনাকে আমন্ত্রণ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য