আজ ২৩ শে মাচ এই মহান গীতিকারের জন্মদিন। কালজয়ী এই কবি ও গীতিকারের জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। আগামীর দিনগুলো আপনার আরও সুন্দর ও মঙ্গলময় হোক।।
নিজের মনস্তত্ত্বে নিজেকেই ডুবিয়ে জাহিদ আহমেদের গান
মনোরোগ বিদ্যায় একটি রোগ আছে। এই মনোরোগের নাম ‘স্প্লিট পার্সোনালিটি বা বাংলায় ‘দ্বৈত ব্যক্তিত্ত্ব। অনেক সময় একে ‘বাইপোলার ডিসঅর্ডারও বলে। এ রোগে এক ব্যক্তি সময়ে সময়ে দুই (এমনকি দুইয়ের অধিক) ভিন্ন ভিন্ন ব্যক্তির মত আচরণ করে। অপরাধ সংক্রান্ত মনোবিদ্যায়ও (criminal psychology) এ রোগের পরিচিতি রয়েছে।
বিভিন্ন ভাষার চলচ্চিত্রে বিভিন্ন সময়ে ‘দ্বৈত ব্যক্তিত্ত্ব তুলে ধরা হয়েছে। এ ধরনের মানসিক রোগিরা কখনো বুঝতে পারে না যে তার মধ্যে আরেকটি বা আরও একাধিক ব্যক্তিস্বত্ত্বা রয়েছে। গীতিকার ও কবি জাহিদ আহমেদের ‘তোমার ঘরে বাস করে কারা ও মন জান না‘ গানটিতে ‘দ্বৈত ব্যক্তিত্ত্ব’ বা ‘বহুব্যক্তিত্ব’ (multiple personality) সমস্যাটি অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে। পুরো গানটিতে আধ্যাত্মিকতার মোড়কে এ মনোরোগটাকে তুলে ধরা হয়েছে।
গীতিকার জাহিদ আহমেদ এর এই গান আমাদের আমাদের লোকসঙ্গীত ও বাউল দর্শনকে আরো সমৃদ্ধ করেছে।
‘দ্বৈত ব্যক্তিত্ত্ব’কে আশ্রয় করে লেখা সেই গানটি হলো-
তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা?
এক জনায় ছবি আঁকে এক মনে, ও রে মন
আরেক জনায় বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা?
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা?
রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা?
তোমার ঘরে বসত করে কয় জনা?”
আজ ২৩ শে মাচ এই মহান গীতিকারের জন্মদিন। তার লেখা আরো কালজয়ী গান রয়েছে। আসুন শুনি তার লেখা আরো দুইটি গান
নারী হয় লজ্জাতে লাল
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে লাল শিমূল বন
এ কোন রঙে রঙিন হলো
বাউল মন মন রে।।
চল সুন্দর শরৎ কালে
ফুল বসন্ত কালে
প্রেমের খেলা জমে ভালো যৌবনে সই লো…
ফাগুনের মাতাল হাওয়ায়
মাতাল হইয়াছে মন।।
চাঁদ ডুবেছে নদীর জলে
ভ্রোমরা ফুলে ফুলে
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সই লো…
রূপ যেন তার মাতাল হাওয়া
চোখ যেন তার গহীন বন।।
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে
দুই পাশে দুই খোলা জানলা
সাত জুড়ে তার দরজা খানা
আরে..দুই পাশে দুই খোলা জানলা
সাত জুড়ে তার দরজা খানা
বাউল মনের খুইলা কপাট
বাউল মনের খুইলা কপাট
থাকা যায় না ঘরে
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে..
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে
কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর কারিগর
অারে কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর কারিগর
ফাগুনের মাতাল হাওয়ায়
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে
ঘর লরবর করে আমার
ঘর লরবর করে
ঘর লরবর করে আমার