শিফারুল শেখ এবং আমি প্রায় একযুগ ধরে দৈনিক ইত্তেফাক এ কাজ করি। তার সঙ্গে দিনদুনিয়ার নানা বিষয় নিয়ে কথা হয়। মানুষটার রয়েছে বিশ্ব রাজনীতির অলিগলিতে তুমুল ভাবে পদচারণা। তিনি এবছর একটা বই লিখেছেন। সেটা অবসর প্রকাশনী প্রকাশ করেছে। বইটা সর্ম্পকে ধারনা নিতে কমেন্ট বক্সে থাকা পিডিএফ লিংককে একটা ঢু দিতে পারেন। আমিতে বলি বই কিনে পড়ুন।
ফিলিস্তিন : এই গণহত্যার শেষ কোথায়
লেখক : শিফারুল শেখ
মুদ্রিত মূল্য : ৭২০ টাকা