Homeবুক রিভিউসরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’

সরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’

লেখক ও গবেষক সরোজ মেহেদীর নতুন বই ‘চেনা নগরে অচিন সময়ে’। করোনাকালে ভারতে যাপিত জীবন এবং সেখান থেকে দেশে ফেরার পথে দেখা নানান ঘটনায় ব্যক্তিগত পর্যবেক্ষণ নিয়ে এই পাণ্ডুলিপি সাজিয়েছেন লেখক।

বই প্রসঙ্গে লেখক সরোজ মেহেদী বলেন, “শিক্ষার টানে ২০১৯ সালে ভারতের চন্ডিগড়ে যেতে হয়েছিলো। সেখানে যাপিত জীবন, এরমধ্যে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনার হানা, ওই দুঃসময়ে দেশে ফেরার সময় নানা সুখকর-অসুখকর ঘটনার অভিজ্ঞতা লিখতে শুরু করি। সেসব ঘটনা, নিজের কিছু পর্যবেক্ষণ নিয়ে দাঁড়িয়েছে ‘চেনা নগরে অচিন সময়ে’ বইটি।”

মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। অমর একুশে বইমেলায় ৩৬০-৩৬২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য