Homeকবিতাঅপলক দেখি ধান ক্ষেত, দেখি তোমাকে

অপলক দেখি ধান ক্ষেত, দেখি তোমাকে

তোমাদের মত পাহাড় কিনতে চাই না
পাহাড় বড় রুক্ষ, নদীও কিনতে চাই না
প্রিয়তমা কি খুশি হয় পাহাড় নদী দিলে?

আমি তোমার জন্য চলে যাবো কালুখালী
একটি একটি করে বুনে দেবো ধান
তোমার নামে কুসরডাঙ্গির বিলে।

সবুজ মাঠ ক্রমেই পরিণত হবে সোনালী
ধানের শীষের মত দোল খাবে তোমার চুল
আমার আওলা বাতাসে,

আমি ক্ষেতের আইলে হাটু গেড়ে বসে
অপলক দেখি ধান ক্ষেত, দেখি তোমাকে
তুমি বেঁচে থাকো আমার বিশ্বাসে।

তুমি হবে আমার ধানক্ষেত
তুমি আমার উত্তাল ঢেউ খেলা নদী
তুমি আমার বাতাসে দোলা হিজল গাছ,

তুমি হবে আমার জলকেলী ডাহুকী
তুমি আমার রাতে ডাকা ঘুঘু পাখী
তুমি হাটুজলে খেলা করা প্রিয় খলিসা মাছ।

অরণ্য জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য