এই কলেজে পড়তে তুমি
ওই কলেজে আমি
এক মিছিলে দেখা হলো
হোঁচট খেয়ে থামি।
তোমার জন্য আড্ডা বন্ধ
তোমার জন্য কলেজ ফাঁকি
একটা চাওয়া, একটু ছোঁয়া
অপেক্ষাতেই থাকি।
ইচ্ছে করে খুব গোপনে
তোমার কাছে যাই
একটা চিঠি বুক পকেটে
তোমার ঠিকানা নাই।
পথের ধারে দাঁড়িয়ে থাকা
আমার ছিল নিয়তি
এক তরুনীর ভালোবাসায়
আমার কতো প্রণতি।
দিনের পর দিন চলে যায়
রাতের পর রাত
কাজের নামে লুকিয়ে রাখি
মন মননের তফাৎ।
বদলে গেলো অনেক কিছু
বাড়লো দুজনের দুরত্ব
তোমার অামার চতুর্দিকে
অন্ধকারের গাঢ়ত্ব।
এপাড়াতে ভীষণ বৃষ্টি
তোমার পাড়ায় রোদ
আমার চোখে অশ্রুধারা
তোমার হলোনা বোধ।
মর্মান্তিক
কবিতা মর্মান্তিক ?
আমার পাড়াতে আসলেই রোদ…তীব্র ভীষন।
তোমার পাড়ায় বৃষ্টি যখন…পাঠাও প্লিজ!
শহর জুড়ে হোক তুমুল মাতাল বর্ষা বরণ!
😊😊😊
ভীষন ভালো লাগল।
অনেক সুন্দর কবিতা।