Homeকবিতাকবিতা পড়োনা বলে তুমি অশ্লীল !

কবিতা পড়োনা বলে তুমি অশ্লীল !

রাগ করে বললি তুই
আমি নাকি কতকিছু ছুঁই !
দুর থেকে কি ছোঁয়া যায়?
ছুঁয়েছিতো একটি হৃদয়।

এই নিয়ে কতো গোলোযোগ
কতো মান অভিমান?
এতোটুকু অপরাধে
এতো এতো অপমান !

আমিতো বলিনি লালটিপ
না পরে, পরো নীল
কবিতা পড়োনা বলে
তুমি অশ্লীল!

©অরণ্য জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য