Homeকবিতাবিষাদের কথা বলতে নেই

বিষাদের কথা বলতে নেই

বিষাদের কথা বলতে নেই
দুরবর্তী প্রিয়জনরাও মন খারাপ করে
বিষাদ ছুয়ে যায় প্রতিটি মনে এবং ঘরে।

বেদনার কথা বলতে নেই
বেদনা ভয়ানক বিষাক্ত, দংশন করে
পথচারিকে আগে অথবা পরে।

আমি মন খারাপের কথা বলি না।
কাউকেই বলি না, বলতেও চাই না
মন খারাপের উত্তর সমবেদনা।

আমি চাই তুমি ভালো থাকো
তোমরা সদলবলে ভালো থাকো
পারলে প্রিয়জনকেও ভালো রাখো।

প্রিয়জনেরা ভালো না থাকলে, তুমি ভালো থাকবে না।
দৃষ্টি সরিয়ে একা একা কেউ কখনই ভালো থাকে না।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য