বিষাদের কথা বলতে নেই
আমীর মুহাম্মদ
বিষাদের কথা বলতে নেই
দুরবর্তী প্রিয়জনরাও মন খারাপ করে
বিষাদ ছুয়ে যায় প্রতিটি মনে এবং ঘরে।
বেদনার কথা বলতে নেই
বেদনা ভয়ানক বিষাক্ত, দংশন করে
পথচারিকে আগে অথবা পরে।
আমি মন খারাপের কথা বলি না।
কাউকেই বলি না, বলতেও চাই না
মন খারাপের উত্তর সমবেদনা।
আমি চাই তুমি ভালো থাকো
তোমরা সদলবলে ভালো থাকো
পারলে প্রিয়জনকেও ভালো রাখো।
প্রিয়জনেরা ভালো না থাকলে, তুমি ভালো থাকবে না।
দৃষ্টি সরিয়ে একা একা কেউ কখনই ভালো থাকে না।
অসাধারণ