জাতি উদ্ধার করেন তিনি
এক খিলি পান মুখে দিয়ে
ভাবখানা তার এমন যেন
যুদ্ধ করবেন দৌড়ে গিয়ে।
বলেন তিনি দেশের সবাই
হয়ে গেছে নস্ট
খারাপ লোকে ভরে গেছে
বুকজুড়ে তার কস্ট।
ভীষণ কড়া বচন বাচন
সবকিছুতেই সমালোচনা
গুল্লাই গেলো রাষ্ট সমাজ
এইশুধু তার আলোচনা।
উনার মত পরোপকারী
খুজে মেলা ভার
বিপদে পড়ে ডাকলে কিন্তু
আর পাবেন না তার।
নিজের ভালো বুঝেন তিনি
সবার থেকে আগে
ঘুষের টাকা কম হলে ভাই
ফেটে পড়েন রেগে।
সততা আর ধর্মভীরু
কি সুন্দর মুখোশ,
ভেতরটা তার কুৎসিত
বললে কিন্তু নাখোস।
এমন প্রানীর সামনে পিছে
আপনি আমি ঘুড়ছি মিছে
সুযোগ পেলে আপনাকেও
শুনিয়ে দেবে ঘেউ ঘেউ।
©অরণ্য জুয়েল