Homeছড়ানাখোশ

নাখোশ

জাতি উদ্ধার করেন তিনি
এক খিলি পান মুখে দিয়ে
ভাবখানা তার এমন যেন
যুদ্ধ করবেন দৌড়ে গিয়ে।

বলেন তিনি দেশের সবাই
হয়ে গেছে নস্ট
খারাপ লোকে ভরে গেছে
বুকজুড়ে তার কস্ট।

ভীষণ কড়া বচন বাচন
সবকিছুতেই সমালোচনা
গুল্লাই গেলো রাষ্ট সমাজ
এইশুধু তার আলোচনা।

উনার মত পরোপকারী
খুজে মেলা ভার
বিপদে পড়ে ডাকলে কিন্তু
আর পাবেন না তার।

নিজের ভালো বুঝেন তিনি
সবার থেকে আগে
ঘুষের টাকা কম হলে ভাই
ফেটে পড়েন রেগে।

সততা আর ধর্মভীরু
কি সুন্দর মুখোশ,
ভেতরটা তার কুৎসিত
বললে কিন্তু নাখোস।

এমন প্রানীর সামনে পিছে
আপনি আমি ঘুড়ছি মিছে
সুযোগ পেলে আপনাকেও
শুনিয়ে দেবে ঘেউ ঘেউ।

©অরণ্য জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য