Homeবাউলমনে ভাব না এলেভাবের গান গাইবি ক্যানে?

মনে ভাব না এলেভাবের গান গাইবি ক্যানে?

কি কথা কইবিরে মন গানে গানে
মনে ভাব না এলে
ভাবের গান গাইবি ক্যানে?

লেবাজ ধরে নিজের সাথে
করলি চালাকি
ভেদ না বুঝে মন মননে
ভাব মেলেকি?
গুরুবিনে ভাবের বানী
পৌছালে না বোধের কানে
মনে ভাব না এলে
ভাবের গান গাইবি ক্যানে।।

ডুব না দিলে ভাব তরঙ্গে
ভাব লাগেনা অঙ্গে অঙ্গে
ওরে মন, ভাব বিনে তোর
স্বভাব রবে ম্যানম্যানে…
মনে…….ভাবের গান গাইবি ক্যানে।।

অরণ্য কই ওরে সুবল
ভাব এলো না, নাচলি কেবল
দিন গেলো তোর খেমটা নাচে…
মনরে, ভাব না এলে
ভাবের গান গাইবি ক্যানে।।

অরণ্য জুয়েল #অরন্য_জুয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য