অবুঝ আমি

” অবুঝ আমি “

~ এনামুল হক (ইমন)

 

ক’দিন যাবত দেখছি ডাকঢোল বাজে শরিফ থেকে শরিফা,

তাই না দেখে মোল্লা সমাজ জ্বলছে খা খা!

বলছে তারা করছে নাকি সমকামিতার প্রচার,

মুসলিম দেশে তা হবে না,ভারি অন্যায়-পাপের প্রসার!

 

শিক্ষাব্যবস্থার বেহাল দশা ধর্মজাজক করিতেছে চিৎকার,

সেই তো ক’দিন আগেই ইমাম সাহেব করল বলাৎকার!

অবুঝ আমি ভাবি বুঝিনারে কিছু,

ছোট্ট শিশু মারের ডরে কাওরে বলতে পারে না কিছু!

 

তখন কোথায় থাকে তাদের প্রতিবাদের স্বর?

তখন কি থাকেনা মনে আল্লাহর-রাসূলের ডর?

 

তারা করলে হয় না যে সমকামি,

মোল্লা ভাই আল্লাহ-ওয়ালা তাদের সবকিছুই দামি!

 

তাই তো বলি অবুঝই আমি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এনামুল হক ইমন
এনামুল হক ইমন
ভালো না বাসিলে কি খুজিতে? আমি নিজেই পারি না নিজেকে বুঝিতে!

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য