বেশি কিছু চাইনি শুধু এক চিলতে ভালোবাসা চেয়েছিলাম
আশা ছিলো করবো সমুদ্র স্নান; মাখামাখি হবো জোৎস্নায়।
একদিন সময় ছিলো অফুরান স্বার্থহীন
সকল খেলা শেষে অশেষ সুখের দিন
ভেবেছিলাম তোমায় নিয়ে যাবো অনন্ত যাত্রায়
এখন দেখি সে এক দূর স্বপ্ন বিলাস।
দেখা অদেখার মাঝে ছিল যে স্বপ্ন সারথি
ছিন্ন ভিন্ন বিদীর্ণ আজ সেই সে খেয়াতরী।
নিঃসঙ্গ আঙিনায় এখন শুধুই ফিসফিসে আওয়াজ
বারান্দায় এখন আর আলো দিয়ে যায়না ফুটফুটে চাঁদ।
পৃথিবীর সব মানুষ যখন অকাতরে ঘুমায়; আমি পারিনা
ভালোবাসাহীন একজন মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তাও বুঝলাম।
জীবনের মানে খুঁজে পেতে বেরিয়ে পড়ি নীল নর্দমায়
তখনো আযানের ধ্বনি নেই; বাজেনি শঙ্খ তুলসীতলায়।
পৃথিবীর সব মানুষ যখন মৃত, ঘুমে অচেতন
কাঙালের মতো বলেছিলাম আসো আমাকে একটু সঙ্গ দাও
তোমার হেয়ালি সেদিন বুঝতে পারিনি
শুধুই ইনিয়ে বিনিয়ে বলেছিলে
আমাদের প্রেম ‘প্রকৃত‘ নিজেকে সামলাও..।
এখনতো দেখি শুধু্ই পুঁজিবাদী মানব মানবী
কর্পোরেট দাস-দাসী চারপাশে
ভালোবাসার নামে কেবলই সবাই নগ্নতায় ভাসে।
আনন্দনগর, বাড্ডা: ৮ মে-২০২৪।