Homeকবিতাযদি নক্ষত্ররা মরে যায়

যদি নক্ষত্ররা মরে যায়

আ শ রা ফু ল ই স লা ম
===================
যদি নক্ষত্ররা মরে যায়, আলোহীন হয়ে যাবে পৃথিবী
যদি ভালোবাসা মরে যায়, স্বার্থপরতায় ভরে যাবে চারদিক
আহা এ কেমন বিষন্ন দুপুর, এ কেমন নিমগ্নতা আমার
বুকের পাঁজর ভাঙা এ কেমন তীব্র শুণ্যতা
তুমি বলেছিলে, রৌদ্র দাও, রৌদ্র তো দিলাম
হৃদয়ের সঞ্চিত সব খড় কুটো এনে আলো জ্বালালাম
সমস্ত উত্তাপ ঢেলে দিলাম একটু উষ্ণতার আশায়
জমানো সব সুখ নিলামে বেঁচে দিলাম
তবুও আমি একা, জীবন কেটে যায় যেন
এক ঘোরের নিমগ্নতায়।
জানি উন্মুক্ত শহর জুড়ে এখন হাজারো অভিযোগের বাক্স খোলা
প্রতিদিনই হয়ত সেখানে হচ্ছে কিছু জমা
তারপরও তুমি বলেছিলে বলে আজ
সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে গহীন অরণ্যেই চলে এলাম
একাকীত্বকে সঙ্গী করে কেবলই জীবনের পথ চলা
গ্রহ থেকে খসে পড়া যেন এক প্রেতাত্মার প্রতিচ্ছায়া
রক্ত ক্ষরণের গল্প, এক অতৃপ্ত মান-অভিমান
কেননা অকৃপণ হাতে দিয়েছি তোমায় উপুড় করে প্রাণ
তবুও নিথর শরীরজুড়ে কেবলই রয়ে গেল এক চিলতে
নীলাভ ভালোবাসার আকাঙ্খা
জানি আজ আর আমার পাশে কেউ নেই, আমি শুধু একা
আর আছে শুধুই ব্যবধান; জীবনের নয়,
মরণের একরাশ নিস্তব্ধতা।
মেরুল বাড্ডা, ঢাকা: ২০ মে-২০২৪ ইং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য