নিরীহ এক জবুথবু জননীর ঠিকানা ‘এই বাংলাদেশ’।
যার কপালে জোটে বঞ্চনা
সন্তানের মুখে ডাল-ভাত
মায়ের পরিধানে আঁচল ছেঁড়া।
‘সাত-পাঁচের হিসেব কষা শাসকবৃন্দ
স্বপ্নদ্রষ্টার ভূমিকায় বুনে যান কৌতুক’
পকেট ভারী রাতারাতি, বিপদে যান দেশ ছাড়ি
বন্ধুতম রাষ্ট্রের সাফাই গাইছে নিরঙ্কুশ অনুসারী।
পোড়া কপালী দূর্দশা নিয়ে যাচ্ছে ঘর-বাড়ি,
ইতিমধ্যে মাথা গুজার ঠায়হারা জন্মগত পিতা,
সবে হামাগুড়ি শেখা কনিষ্ঠ শিশুর ভাগ্যেজুড়ে মৃত্যুর লিখন,
সেচের জমিন তলিয়ে রেখে গেছে বন্ধকি ঋণ,
গবাদিপশু পোষা হতভাগা গর্ভবতীর গলাজুড়ে:
‘‘এই দেশেতে জন্ম – যেন এই দেশেতে মরি’’