Homeকবিতাএক জবুথবু জননী

এক জবুথবু জননী

নিরীহ এক জবুথবু জননীর ঠিকানা ‘এই বাংলাদেশ’।
যার কপালে জোটে বঞ্চনা
সন্তানের মুখে ডাল-ভাত
মায়ের পরিধানে আঁচল ছেঁড়া।
‘সাত-পাঁচের হিসেব কষা শাসকবৃন্দ
স্বপ্নদ্রষ্টার ভূমিকায় বুনে যান কৌতুক’
পকেট ভারী রাতারাতি, বিপদে যান দেশ ছাড়ি
বন্ধুতম রাষ্ট্রের সাফাই গাইছে নিরঙ্কুশ অনুসারী।
পোড়া কপালী দূর্দশা নিয়ে যাচ্ছে ঘর-বাড়ি,
ইতিমধ্যে মাথা গুজার ঠায়হারা জন্মগত পিতা,
সবে হামাগুড়ি শেখা কনিষ্ঠ শিশুর ভাগ্যেজুড়ে মৃত্যুর লিখন,
সেচের জমিন তলিয়ে রেখে গেছে বন্ধকি ঋণ,
গবাদিপশু পোষা হতভাগা গর্ভবতীর গলাজুড়ে:
‘‘এই দেশেতে জন্ম – যেন এই দেশেতে মরি’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Asif Chowdhury
Asif Chowdhury
পড়াশোনা করছি। (মাস্টার্স ইন ফিন্যান্স) যা বলতে চাই, যে সকল শব্দেরা আত্নগোপনে থাকে তাদের জীবন দিতে কবিতা লিখি।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য