Homeকবিতাতুমি অন্য কেউ

তুমি অন্য কেউ

আমি হাত বাড়ালেই ছুঁতে পারি তোমায়,

তুমি এমন নও !

যেনো রাত্রি বেলার স্বপ্নচারিণী

প্রভাতে অন্য কেউ |

 

আমি মিষ্টি রোদে হাসতে থাকি

তোমার কথা ভেবে,

হটাৎ! আকাশ জুড়ে বৃষ্টি নামে

তোমারি অভাবে ।

 

বুঝতে পারি ভ্রম আমি

তুমি আমার নও!

দূর আকাশে ক্ষণচর রংধনুর মতো

হয়তো ক্ষণিক কেউ ||

 

এই শহরের মিছে মায়ায়

তোমায় খুঁজে ফেরে মন

ফাঁকা চিঠিতে উওর মিলে

পর কখনো হয় না আপন ।

 

আপন আপন ভাবি তোমায়

আপন তুমি নও !

ভুলের মাঝে বসত আমার

তুমি অন্য কেউ ||

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য