আমি ভালবাসি-
বাংলার আকাশ বাতাস মানুষ মাটি
খাল নদী বিল
সবুজ অরণ্য ফসলের মাঠ ঘাট
শাপলা ফোটা ঝিল।
আমি ভালবাসি-
রাখাল ছেলের বাঁশের বাঁশির সুর
ফুলে ফলে ভরা গাঁও
কামার কুমারের নিপুন অলংকার
পাল তোলা নাও
আমি ভালবাসি-
কৃষান কৃষানীর গোলা ভরা নবান্ন ফসল
ঢেঁকি ছাটা চাল
মায়ের হাতে মাখানো মুড়ির মোয়া
ভাদ্র মাসের তাল
আমি ভালবাসি-
তাল গাছে বাঁধানো বাবই পাখির বাসা
ঝিঁঝিঁ পোকার ডাক
বিরান ভিটায় রাতের বেলায় হুক্কা হুয়া
শিয়াল মামার হাঁক
আমি ভালবাসি-
কানামাছি বউ ছি কাবাডি গোল্লাছুট
ভাটিয়ালি গান
দাদীর হাতে বানানো ঠোঁট রাঙ্গানো
বাটা ভরা পান
আমি ভালবাসি-
সৈকতে ভেসে আসা সামুদ্রিক ঝিনুক
অপরুপ ব-দ্বীপ
পাহাড়ের টিলায় টুপরি ঘরে নিভু নিভু
মাটির প্রদীপ
আমি ভালবাসি-
পঞ্চান্ন হাজার বর্গমাইল ঘেরা মানচিত্র
লাল সবুজ পতাকা
স্মৃতি স্তম্ভ নামক স্মৃতির মিনার
চির আলোকবর্তিকা
আমি ভালবাসি-
পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সকল
বাংলা ভাষাভাষী
আমার জন্মভূমি বাংলাদেশ আর
বাংলা মায়ের হাসি।
১ সেপ্টেম্বর,২০২৩
রামপুরা.ঢাকা।