মায়া মমতা ভরা বন্ধন
আরশের ছায়ার মত অবলম্বন
শান্তি স্বস্তিতে ঘেরা প্রচীর
আদর স্নেহ মাখা ক্লান্তিহীন নীড়

মা মানে-
বন্ধু, ভালবাসা, সান্ত্রনা, আশ্রয়
আপদ বিপদ শঙ্কা মুক্ত ডর ভয়
মান- অভিমানের কেন্দ্র বিন্দু
দয়া দাক্ষিণ্যের মহাসিন্দু!

মা মানে-
শ্রদ্ধাঞ্জলি, পূজনীয়, ভক্তি
বিপদ-আপদে ভরসা, সাহস, শক্তি
মাতৃত্বের অম্লান গন্ধ
জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো ছন্দ!

মা মানে-
মুক্তি, শক্তি, বিচারিক নিক্তি
মা কথাটি পৃথিবীর শ্রেষ্ঠ উক্তি
সর্বোচ্চ দায়িত্বশীল কর্তী
চিরসবুজ পরিশ্রমী জন্মদাত্রী!

মা মানে-
মাতৃভাষা, মাতৃভূমি, স্বাধীনতা
চন্দ্র, সূর্য, নক্ষত্রের উজ্জ্বলতা
শ্রেষ্ঠ শিক্ষিকা, শ্রেষ্ঠ সেবিকা
গল্প কবিতা উপন্যাস লেখিকা!

মা মানে-
ধৈর্য্য, সহ্য, সহনশীল, মনন
হাসি, খুশিভরা নিরাপদ আবাসন
ইচ্ছা, আকাঙ্খা, চির বিশ্বাস
বেঁচে থাকার অমূল্য শ্বাস-নিশ্বাস!

মা মানে-
পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য ধন
একটি উদার গণতান্তিক মন
সন্তানের লক্ষ প্রশ্নের ঝুলি
সন্তানের প্রথম মুখের বুলি!

মা মানে-
ক্ষমা, দোয়া, আর্শীবাদ
মসজিদ, মন্দির, জান্নাত
স্বপ্ন, স্বাদ, ক্লান্তি নিবারণ
গল্পে গল্পে স্মৃতির বিবরণ!

মা মানে-
আরাম, আয়েস, তৃঞ্চা নিবারণ
সখী সুন্দর সমৃদ্ধি জীবন
মুক্ত অভিযোগ মুক্ত শূন্যতা
সদাজ্জ্বল ভরপুর পরিপূর্নতা!

মা মানে-
ইহকাল পরকালের মুক্তি
কবর হাসর পুলসিরাতে চুক্তি
সৃষ্ঠার শ্রেষ্ঠ অমূল্য সম্পদ
স্বর্গের চির মধুময় স্বাদ!

রচনাকালঃ ১৬/১২/২০২১
স্থানঃ রামপুরা,ঢাকা।