যদি

যদি তোমাকে-
একশ কোটি টাকার মালিক বনে দেওয়া হয়
বলবে তুমি : পাঁচশ কোটি মার্কিন ডলার কেন নয়?

যদি তোমাকে-
ঢাকা শহরে একটি একশতলা অট্রালিকা দেওয়া হয়
বলবে তুমি : থাকবে দুবাইয়ে আকাশ চুম্বি অট্রালিকায়

যদি তোমাকে-
একশ বিঘা জমির মালিকানা দেওয়া হয়
বলবে তুমি : গোটাদেশ কেন নয় আমার মালিকানায়?

যদি তোমাকে-
এক সিন্দুক স্বর্ণালংকার এনে দেওয়া হয়
বলবে তুমি : স্বর্ণ ও হীরার পাহাড় আছে কোথায়?

যদি তোমাকে-
একশটি মার্সিডিস গাড়ী কিনে দেওয়া হয়
বলবে তুমি : একশটি উড়োজাহাজ হলে বেশি ভাল হয়

যদি তোমার নামে-
একটি বিশাল গ্রামের মালিকানা দেওয়া হয়
বলবে তুমি : একটি আধুনিক শহর খুঁজে দেও আমায়?

যদি তোমাকে –
পাঁচ বছরের জন্য ক্ষমতার সর্বোচ্চ চেয়ার দেওয়া হয়
বলবে তুমি : আমরণ চেয়ার থাকবে না তা কি করে হয়!

যদি তোমার-
ফুলশয্যায় একশজন সুন্দরী রমণী দেওয়া হয়
বলবে নিশ্চয়ই! একহাজার হুর হলে কত ভাল হয়!

যদি তোমাকে –
আমলা কিংবা জনপ্রতিনিধির আসন দেওয়া হয়
বলবে তুমি : সচিব-মহাসচিব, রাজা-বাদশাহ না হলে মানায়?

যদি তোমার নামে-
তামাম দুনিয়াটা একে একে দশবার লিখে দেওয়া হয়
বলবে তুমি : চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র কেনার আছে কি কোন উপায়

বল মানুষ!
মরণ অব্দি তোমার চাওয়া-পাওয়া পূর্ন হবে কি কোনদিন?
স্বয়ং আল্লাহ যদি তোমায় লিখে দেয় গোটা আসমান-জমিন???

১৮ অক্টোবর-২০২০
রামপুরা,ঢাকা।

01689143270

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাইদ খোকন নাজিরী
সাইদ খোকন নাজিরী
(সংস্কারক কবি)

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য