Homeকবিতাকবির সংসার

কবির সংসার

এক আকূল সংসার নিয়ে বেঁচে আছে কবি ,
ঠিকরে পড়ে সাংসারিক দিবাকরের কট্টর তাপ
তার অবয়ব জুড়ে।
অমাবস্যার অমোঘ তিমির ঢেকে রাখে তাকে
অদৃশ্য ঝিঁঝিঁর মতো প্রকাশ্য রাত্রিতে।
শশীকর বিলাসী কবি
জেগে থাকে কূহকের আলোয়।
তার শ্রবণ নিংড়ে পড়ে
পাতার শিশিরের সাথে
ঘাসের শরীর বেয়ে নীরবে।
নিস্তব্ধ শব্দের হাতছানিতে মত্ত নিরুপায় কবি
হারিয়ে যায় বোধের চোরাবালিতে ।
সেখানে অলীক প্রেমোজ্যোতি
ঘাসফুল নাকফুল ফড়িং প্রজাতির সাথে মেশে।
আরও মেশে নারী পুরুষের রোদে পোড়া
কালো শরীরের ঘাম
ফলন্ত ফসলের আষ্টেপৃষ্ঠে।
সেখানে কড়ায় গন্ডায়
নিত্য নৈমিত্তিক ,
মৌসুমী ও বাৎসরিক
কর কর্তণ আছে
করমর্দন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য