বাতাসের স্নান
ফরিদা বেগম
রাত্রির মধ্য প্রহরে হঠাৎই
বাতাস ভিজেছিল কিছুক্ষণ
টিনের চালে তার নুপূর গড়িয়ে পড়ছিল বারবার।
নিত্য রাতের শুকনো পাতা ঝরার শিরশিরে সুর
আদল পাল্টে গড়ে নিয়েছিল
ভেজা পাতা ঝরার টুপটাপ ঝুপঝাপ গান।
বারান্দার অর্কিড ফুলের সুরভি ছুঁয়েছিল
মশারীর শরীর।
ছোট ছোট ঘুর্ণির প্রকপে
এলোমেলো ওলোটপালোট হয়েছিল
অন্তরঙ্গ প্রত্যঙগ সমূহ আচম্বিক।
বাতাসের স্নান শেষ হলে
জানালার পর্যটনে জ্বলেছিল রোড লাইট।
রাস্তা ছিল নির্জন তবে নিষ্প্রাণ নয়।
নিশাচর প্রাণীদের টহল ছিল ইতস্তত।
রাস্তার টোলে টোলে জমা জলে
চাঁদের কম্পন ছিল মৃদু হাওয়ায় তটস্থ।
বারান্দার চোখ দেখছিল চেয়ে চেয়ে
গ্রিলের স্টীলে ঝুলে থাকা স্বচ্ছ ও নির্মল
ড্রীম লাইটের আলোয় আলোকিত
ফোঁটা ফোঁটা টলটলে জল।