Homeকবিতাএকটি বখাটে জীবন

একটি বখাটে জীবন

খরচ করে ফেলছি
দিনের পর দিন।
ঘাটলায় কাপড় কেচে ফেনা যেমন বেরিয়ে
মিশে যায় নদীর বিপুল জলরাশির সঙ্গে।
আমি পকেট থেকে বের করে আনা দিন,
ড্রয়ার থেকে বের করে আনা দিন,
পড়ার টেবিলে রেখার মতো আঁকা দিন,
খরচ করে ফেলেছি।
দিনের পর দিন কেচে যা বেরিয়েছে
তার নাম হয়তো ক্ষোভ, হয়তো অলসতা
হয়তো অর্থহীন ক্লান্তির অজুহাত বা ব্যর্থতা।
দিনের বুক বরাবর বয়ে যাওয়া দুপুর
সে দুপুরের কাঁধে চড়ে একটা উদ্যান,
অঙ্কের মতো আমাকে গুনিয়েছে জীবনের হিসাব।
আমি মুগ্ধ হয়ে, দুপুর জপে খরচ করেছি দিন।
ফলে সকাল দেখা হলো না, বিকাল না;
দুপুর তো নয়ই।
যত্রতত্র দিন খরচ করে
একটি বখাটে জীবন নিয়ে দাঁড়িয়ে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য