হোমায়রা ফারুকী
খেয়ালী আমি হেয়ালী করে ভাসছি মেঘের ভেলায়
কেউ যেন আর খুঁজে না পায়, সে সেষ্টায়, সম্ভাবনায়
খেয়ালী আমি ভাবছি শুধু কিছুই না ভেবে
পার করবো সময়
নিজের সাথে বলবো কথা, আপন ভাবনায়
কি যেন কি ফিরে পাওয়া
শরৎ হাওয়া মাতাল করা
কানে কানে কেবল শুনি, বলছে আমায় এই বসুধা
ভালোই তো কাটছে জীবন, কি যেন কি ফিরে পাওয়া
শরৎ কাশফুল বলে আমায়, এইতো সময়
ভবিষ্যতে নয়, অতীতে নয়, বর্তমানে বাঁচো
অবারিত উচ্ছাস আর আনন্দ গাঁথায়
হেঁসে খেলে পার হও জোড়া-সাঁকো
- হোমায়রা ফারুকী