Homeকবিতাখেয়ালী আমি

খেয়ালী আমি

হোমায়রা ফারুকী

খেয়ালী আমি হেয়ালী করে ভাসছি মেঘের ভেলায়
কেউ যেন আর খুঁজে না পায়, সে সেষ্টায়, সম্ভাবনায়
খেয়ালী আমি ভাবছি শুধু কিছুই না ভেবে
পার করবো সময়
নিজের সাথে বলবো কথা, আপন ভাবনায়

কি যেন কি ফিরে পাওয়া
শরৎ হাওয়া মাতাল করা
কানে কানে কেবল শুনি, বলছে আমায় এই বসুধা
ভালোই তো কাটছে জীবন, কি যেন কি ফিরে পাওয়া

শরৎ কাশফুল বলে আমায়, এইতো সময়
ভবিষ্যতে নয়, অতীতে নয়, বর্তমানে বাঁচো
অবারিত উচ্ছাস আর আনন্দ গাঁথায়
হেঁসে খেলে পার হও জোড়া-সাঁকো

  • হোমায়রা ফারুকী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য