Homeকবিতালাল টাওয়েল

লাল টাওয়েল

স্নানের পর
ভেজা চুলে
যখন ওকে
জড়ালাম!
এক লহমায়
জল পরীদের
রাণি
সাঁতরে গেল
শুন্যতায়!

বন্ধনে আটকে
পায়রা,
বৃক্ষে জড়িয়ে
রঙ
আয়নায়
চোখ অপলক
যেন
মৌর্য যুগের
নারী
অবহেলে দাঁড়িয়ে
দেখছে রুপ

অবমুক্ত করে
দেখি
লালের পটভূমিতে
আফ্রোদিতি
বুদ্ধের অপেক্ষায়

যেখানেই রাখছি
একেকটা মহাকাব্য
পুরাণের পাতা ছেড়ে
জেগে উঠছে
শতাব্দি পেরোনো
ঘুম থেকে

আগুনে পুড়ছে সীতা
বেহুলা ভাসছে ভেলায়
প্রমিথিউস করছে
আগুন চুরি
কালিদাস লিখছেন
মেঘদূত!

আর আমি
হয়ে উঠছি
রক্ত পুরাণ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য