Homeকবিতাস্বত্তাধিকার

স্বত্তাধিকার

স্বত্তাধিকার

একটা বুক
কিনতে চাই।

ক্লান্ত শ্রান্ত
মাথা পেতে দেব
অলস দুপুর
পরবো ঘুমিয়ে।
সামান্য দুঃখে
আহ্লাদি শতখান
উপুড় হয়ে
কেঁদে ভাসাবো
বুকের অভিধান।

তপ্ত রাত
এই নিশ্বাস
মিলে মিশে
হবে একাকার
আদরের মোহরে
হবে সিলগালা।

নাম জারি হবে
রেজিস্ট্রি খাতায়
খাজনা আদায় হবে
আমার নামে
কাজলের সই
দেব দলিলে।
সাইনবোর্ড হবে
হৃদপিন্ড!

আছে এমন বাজার?
বুক কেনা বেচার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য