স্বত্তাধিকার
জান্নাত নীলা
একটা বুক
কিনতে চাই।
ক্লান্ত শ্রান্ত
মাথা পেতে দেব
অলস দুপুর
পরবো ঘুমিয়ে।
সামান্য দুঃখে
আহ্লাদি শতখান
উপুড় হয়ে
কেঁদে ভাসাবো
বুকের অভিধান।
তপ্ত রাত
এই নিশ্বাস
মিলে মিশে
হবে একাকার
আদরের মোহরে
হবে সিলগালা।
নাম জারি হবে
রেজিস্ট্রি খাতায়
খাজনা আদায় হবে
আমার নামে
কাজলের সই
দেব দলিলে।
সাইনবোর্ড হবে
হৃদপিন্ড!
আছে এমন বাজার?
বুক কেনা বেচার?