আমি রিনি,বেবি তবে?
শিখছি কি অআ সবে?
জ্ঞানে,গুনে পাকা নই,
যে যা বলে তা-ই সই?
বললেই হয়ে গেলো?
হবে সবই এলোমেলো?
ভুলভাল বুঝে ফেলি,
কে নেলী,কে বা বেলী?
গান তান সারাক্ষন।
জুড়ে থাকে প্রান মন।
মন প্রান খুশী চাই?
যদি গুড ফ্রেন্ড পাই!
ওপাড়ার গিনি মিনি?
ওরা ভালো,বেশ চিনি।
চিনি তাই কাছে যাই,
ওকে বেশ,এ-ই চাই।
বেশি ফ্রেন্ড? উহু,নাই।
জাস্ট বলি হ্যালো হাই।