ভঙ্গি
ভঙ্গিমা
মাহাবুবা লাভীন
চাঁদের নিজস্ব আলো নেই
তবু এমন রাজকীয় ভঙ্গিমায় থাকে
যেন সব আলো তার
আর বিলাচ্ছে অকাতরে
আমিও চাঁদের মতন
এমন মুখভঙ্গি নিয়ে আছি
যেন পৃথিবীর সব ভালোবাসা
তুমি দিয়ে গেছো আমাকে
ভঙ্গি
চাঁদের নিজস্ব আলো নেই
তবু এমন রাজকীয় ভঙ্গিমায় থাকে
যেন সব আলো তার
আর বিলাচ্ছে অকাতরে
আমিও চাঁদের মতন
এমন মুখভঙ্গি নিয়ে আছি
যেন পৃথিবীর সব ভালোবাসা
তুমি দিয়ে গেছো আমাকে