ইচ্ছে করে
মেহেরুন নাহার মেঘলা
আমার মাঝেমাঝে খুব তুমি হয়ে যেতে ইচ্ছে করে!
ইচ্ছে করে মাঝেমাঝে তোমার মতো ভেবে দেখি সব।
তোমার চোখে চেয়ে দেখি কেমন দেখায় এ জীবন!
জীবনের অনুভূতিগুলো অনুভব করি, তোমার মতো করে।
তোমার মতো শুনে দেখি কথাগুলো কেমন শোনায়!
দেখি তুমি হয়ে, তোমার আবেগেরা নাড়া পড়ে ঠিক কোথায়।
কিসে তুমি বিচলিত হও তা বুঝি তোমার মতো করে।
আমার মাঝেমাঝে খুব তুমি হয়ে যেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে বুঝি, কতোখানি মন পেলে তুমিও ভালোবাসো..
উজাড় করে।
#ইচ্ছে_করে
#মেহেরুন_নাহার_মেঘলা
#মেঘকাব্য
১লা এপ্রিল/ দুপুর, ১৪:৫৯