যে মানুষটার কারণে তুমি দিনদিন উচ্ছল থেকে বিষণ্ণ হয়ে যাচ্ছো, সে তোমাকে ভালোবাসে না।
যে মানুষটা দিনের পর দিন আশা দিয়ে তোমাকে অপেক্ষায় রাখছে, সে তোমার ভালো বন্ধু না।
যে মানুষটার কারণে তুমি প্রতিদিন বদমেজাজি হয়ে যাচ্ছো, সে আর যা-ই হোক তোমার ভালো চায় না।
যে মানুষটা তোমাকে শুধুই মিষ্টি কথায় ভুলিয়ে রাখছে, সে ভালো করেই জানে তুমি বোকা।
যে মানুষটাকে প্রয়োজনের সময় ডাকলে কখনোই পাওয়া যায় না, জেনো সে ভীষণ স্বার্থপর।
যে মানুষটার কারণে তুমি সব প্রিয় কাজ বা প্রিয় মানুষ থেকে দূরে থাকছো.. সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়।
যে মানুষটা দিনরাত অন্যের সামনে তোমাকে হেয় করছে, সে তোমাকে কখনোই ভালো রাখবে না।
যে মানুষটা তোমার আপনজনদের ছোট করে কথা বলছে, সে আপনের মর্যাদা কি তা-ই বোঝে না।
যে মানুষটার কারণে তুমি দিনদিন পরিবার থেকে দূরে সরে যাচ্ছো, সে তোমার ভালোর কারণ হতে পারে না।
যে কখনোই তোমার ভালো কিছুতে মন থেকে খুশি হয় না, সে তোমাকে পাওয়ার যোগ্যতাই রাখে না।
যে মানুষটা তোমার বাহ্যিক রুপ-রঙ নিয়ে বিচলিত থাকে, সে তোমার গুণাবলী গুলো কখনোই চোখে দেখে না।
যে মানুষটার জন্য তুমি বেঁচে থেকেও ধীরেধীরে শেষ হয়ে যাচ্ছো; নিঃস্ব হয়ে যাচ্ছো..
সে যে-ই হোক, তোমার জন্য ভালো কেউ না।
কথাগুলো কঠিন শোনালেও, সত্যি বলছি মিথ্যে না।
#কঠিন_সত্য
#মেহেরুন_নাহার_মেঘলা
#মেঘকাব্য #আমার_অনুভূতি