পূর্ণ বয়স
মেহেরুন নাহার মেঘলা
তার শরীরের ঘ্রাণ বদলাচ্ছে।
নরম মিষ্টি একটা ঘ্রাণের বদলে
সেখান থেকে একটা ভারি পরিণত মানুষের ঘ্রাণ বেরোচ্ছে।
তার হাটু আর কোমড় আজকাল বড্ড জ্বালাতন করছে!
যখন-তখন যেখানে-সেখানে হয় নড়বড়ে..
নয়তো ব্যথায় থমকে যাবার অঘটন ঘটাচ্ছে।
তার শরীরের চামড়াগুলোর পরিবর্তন খুব দ্রুতই হচ্ছে।
আগের মতো সেই টানটান ভাব আর জৌলুশ
চোখের পলকেই যেনো মিলিয়ে যাচ্ছে!
তার চুলগুলো ঝলমলে রেশমি নেই আর আগের মতো।
চুল না পড়ার ওষুধ আর নানানরকম তেল ঘষেও
সেই চুলে আর প্রাণ ফিরেই বা কই পাচ্ছে!
তার কথাগুলো এখন কেমন জড়িয়ে আসছে।
চাইলেও সেই দরাজ গলাতে এখন আর না জোর পাচ্ছে
তার কথাগুলো শোনার মতো মানুষও যে কমে যাচ্ছে।
তার চোখের তীক্ষ্ণ দৃষ্টিটা খুব ঘোলাটে হয়ে আসছে।
দূর থেকে কাছে যতটুকুই সে যা দেখতে পাচ্ছে..
সবটাই আজ বড়ো বেশি মলিন দেখাচ্ছে।
জীবনের রঙগুলো কি তবে তার একেবারেই বদলে যাচ্ছে!
একটু একটু করে প্রতিদিন তার বয়স বাড়ছে।
আমি দেখছি আমার পথও যে ঠিক একই দিকে এগোচ্ছে;
এভাবেই বদলে যাচ্ছি আমিও, তা কতটাই বা চোখে পড়ছে!
#পূর্ণ_বয়স
#মেহেরুন_নাহার_মেঘলা
#মেঘকাব্য #২০২৪
২২শে এপ্রিল/ সকাল, ১১:১৯