Homeকবিতামাঝবয়স

মাঝবয়স

জীবনের মাঝামাঝি বয়সটায় এসে, একটা তোলপাড় করা সময় কাটবে।
মাঝেমাঝেই পৃথিবীর সবকিছু থেকে নিজেকে, বিচ্ছিন্ন মনে হবে।
এই যুগ আর সেই যুগের তফাতগুলো, বড্ড চোখে লাগবে।
নিজেকে নিজের চাইতে ছোট, আবার কখনো বড় মনে হবে।
নিজ বয়সী বন্ধুটার সাথেও পছন্দ অপছন্দের ব্যবধান ঘটবে।
আশেপাশের সব আর সবাই কেমন, বদলে গেছে মনে হবে।
নিজেকে কেমন যেন সব পোশাকেই বেমানান লাগবে।
চামড়ার ভাঁজগুলোতো আয়না মেলে ধরলেই, ভাবাবে।
মেজাজটাতো নাকের ডগায় বসে, অযথাই নাচাবে।
জীবনে কি করলাম, এই ভাবনাটা সারাক্ষণ ভোগাবে।
‘আমার প্রয়োজন বুঝি ফুরিয়ে গেছে’.. অকারণেই তা মনে হবে।
সময় কাটানোটা একটু কঠিনই মনে হবে।
একে-ওকে-তাকে খুঁজে শেষে, একাই থাকতে মন চাইবে।
কোথাও যেতে ইচ্ছে হলেও ঘরে থাকতেই ভালো লাগবে।
নাটক, সিনেমা, ফেইসবুকিংটাও মাঝেমাঝেই অসহ্য লাগবে।
নিজের ভেতর নিজেকে কোথাও একা-নিঃসঙ্গ করে রাখবে।
চারিচাশের সবাইকে অনেক ব্যস্ত চোখে দেখবে।
নিজেকে কখনো জয়ী কখন পরাজিত মনে হবে।
নিজেকে বয়সটার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে।
তারপর ধীরেধীরে সব শিথিল, সব শান্ত হতে থাকবে।
জীবনের রঙগুলো তখন আরও গাঢ়, আরও গভীর হতে থাকবে।
নিজেকে জানার পর সামনের পথটাকে আরও সহজ চোখে দেখবে।
জীবন ফুরাবার আগেই বাঁচতে হয়, এই অনুভূতিতে একবার আবার বাঁচতে ইচ্ছে করবে।

তবে জীবনের এই মাঝামাঝি বয়সটায় কিন্তু, একটা তোলপাড় করা সময় কাটবে।

#মাঝবয়স
#মেহেরুন_নাহার_মেঘলা
#কাব্যগ্রন্থ: #মেঘকাব্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য