Homeকবিতাদীর্ঘ স্মৃতির নিঃশ্বাস

দীর্ঘ স্মৃতির নিঃশ্বাস

সারাদিন সূর্যের ছুটোছুটি শেষে
পড়ে থাকে নিঃসঙ্গ মাঠ
প্রকৃতির ক্ষত মুছে দিতে নেমে আসে অন্ধকার।

গাছগুলো ব্যথিত দৃষ্টিতে পাশের আহত গাছটিকে দেখে-
একটি মোহিনী সাপ ফলবতী গাছের শরীর জড়িয়ে
দীর্ঘ স্মৃতির নিঃশ্বাস নেয়-

     আমি বসে থাকি শরীরের খাঁচায়, 
     ক্লান্ত বারান্দায় দেখি-

রোদের পাখিগুলো শূন্যতায় পাখা মেলে
পাখির পালক জানে সকলেই আপন
অথচ আপন কেউ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য