ছড়া কাটে ছড়াকার
বই কাটে ইঁদুরে
ছড়ার উপমা বুঝি
লালটিপ সিঁদুরে।
ছড়া গড়ে ছড়াকার
গীতিকার গান
ছড়ার উপমা যেনো
আকাশ সমান।
ছড়া লেখে ছড়াকার
কবি লেখে পদ্য
ছড়ার উপমা বুঝি
জীবনের গদ্য।
ছড়া বুনে ছড়াকার
সাথে বুনে ছন্দ
ছড়া ছাড়া পৃথিবীটা
একেবারে অন্ধ।
.
ছড়া কাটে ছড়াকার বই কাটে ইঁদুরে- আমার ৪র্থ ছড়ার বই থেকে ১টি ছড়া নতুন বন্ধুদের জন্য পোস্ট করলাম। ছড়ার এই বইটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে। প্রচ্ছদ : সোহাগ পারভেজ। নামলিপি : সাকির এহসানউল্লাহ
প্রকাশক – রাতুল গ্রন্থপ্রকাশ