অধরা

অধরা

চন্দ্র তৃপ্ত রজনী নির্নিমেষ তাকিয়ে চাতক
দেবদারু বৃক্ষের পাতা হয় হলুদাভ,
তপ্ত দীর্ঘশ্বাসে ক্ষয়ে যায় স্বপ্ন বিরাগ বসনে।
আসমান ফাটা জোৎস্নার আলো তবুও চন্দ্রের অভাব।
সোহাগী ব্যথারা জবুথবু অনুরাগ অভিমানে
বরফ ক্ষয়ে ক্ষয়ে বয়ে যায় ঝর্ণা ঠিকানা বিহীন।
কবে কখন অমৃত আহরণে চলেছিল সমুদ্র মন্থন
বিস্মৃত প্রায়।
স্মৃতির ভাঁজে ভাঁজে বাঁজে দুর্বোধ্য কাতরধ্বনি,
নদীজল ছিন্ন করে ওঠা উন্মাদনার চর
পাজরভাঙ্গা প্রাসাদের মত বিরাণ এখন।
আলোর সন্ধানে যেতে চাই আশ্চর্য দিব্যলোকে যতবার।
থমকে যাওয়া রহস্যের পাড় ভেঙ্গে নামে আধাঁর সমুদ্র
অধরা সে স্বপ্ন বিলাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

উপলব্ধি

দহন

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য