উপলব্ধি
বিদ্ধস্ত নগরীতে হেটে হেটে
ক্লান্ত, শ্রান্ত এই আমি
পায়ে পায়ে কাঁটার কাব্য রচি।
আধাঁর পেরিয়ে যেতে চাই
আলোর কাছাকাছি।
যত কাছে যাই, বাড়ে দুরত্ব।
দেখি আলো নয়,
আধাঁরের গভীরতা বেশি।
2
সে এক মায়া মরিচীকা
আলো ভেবে ভুল চোখে দেখা।
সে ডাকে মধুর সম্ভাষণে।
আসলে যতটা দেখায় ততটা কি মনে?
3
যারা স্নায়ু বৈকল্যে হৃৎপিন্ড হারিয়ে
আলো আর আলেয়ার পার্থক্য না বুঝে
পা পিছলে পড়ে গোলকধাঁধায় ।
দুচোখে আলো নিয়ে জন্মেও জন্মান্ধ যারা।
যারা আপন সত্তা বেঁচে হয় ক্রীতদাসী,
স্বপ্ন মায়াজালে ভরা যাদের চারণভূমি।
কখনো কখনো-
আমিও সেই জন্মান্ধদের অনুসারী।
4
যে প্রেমীক এক চাঁদ ঘরে ফেলে
চলে যায় নিয়ন বাতির খোঁজে,
সে কখনো প্রেমীক হতে পারে না।
সে হয় শিকারী।
5
এক আকাশ জমে থাকা মেঘ
চোখের জলে মুক্তি দাও।
যে জীবন আলোহীন,তাপহীন,রঙহীন।
যে জীবন কীটপতঙ্গের মত,
বিষন্ন, বিবর্ণ, বিমর্ষ চিত্ত
যদি হয় নিত্যকার পদাবলী।
যে জীবন মানুষের নয়,
যে জীবন জীবন নয়,
সে জীবন জলের দরে মুক্তি দাও।
6
উড়ন্ত মেঘ, বাতাসের সাথে
জল থৈ থৈ ভালোবাসা।
আহা কত ঢঙ! কত রঙ গায়ে মেখে,
সর্বনাশী মেঘ,বোকা প্রেমে ভাসে!