দহন
উহ! কি ভয়ংকর উত্তাপ!
শরীর ঝলসে যায়।
কিসের উত্তাপ? আগুনের?
না কি গাঢ় ভালোবাসার?
গায়ের রং বিবর্ণ।
কিসের কারণ? রোমাঞ্চিত যাত্রায়?
না কি তুমুলযুদ্ধে পরাজিত ব্যাথায়?
ভাবতে ভাবতে আঙ্গীনায়,
উড়ে এসে পুড়ে মরে ফিনিংক্স পাখি।
আগুনের টকটকে শিখায়
পুড়ে পুড়ে ছাই হয়ে যায়,
কিছুই অবশিষ্ট থাকে না তার।
ছুটে আসে দমকা বাতাস।
পোঁড়া ছাইটুকু ও থাকে না আর।