দহন

 দহন

উহ! কি ভয়ংকর উত্তাপ!
শরীর ঝলসে যায়।
কিসের উত্তাপ? আগুনের?
না কি গাঢ় ভালোবাসার?
গায়ের রং বিবর্ণ।
কিসের কারণ? রোমাঞ্চিত যাত্রায়?
না কি তুমুলযুদ্ধে পরাজিত ব্যাথায়?
ভাবতে ভাবতে আঙ্গীনায়,
উড়ে এসে পুড়ে মরে ফিনিংক্স পাখি।
আগুনের টকটকে শিখায়
পুড়ে পুড়ে ছাই হয়ে যায়,
কিছুই অবশিষ্ট থাকে না তার।
ছুটে আসে দমকা বাতাস।
পোঁড়া ছাইটুকু ও থাকে না আর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

অধরা

উপলব্ধি

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য