নীল গোলাপ
মনিরা মলি
আমি গোলাপ পিয়াসী যদি হয় গাঢ় লাল।
যেদিন প্রথম তোমার বাগানের বাম পাশে
ডালটি পুতেছিলাম! তোমার চোখে ছিল জগতের বিস্ময়! আর আমার চোখে স্বপ্ন!
কথা ছিল প্রথম ফুল দেখতে আসব আমি।
আমার সে আহ্বান হলুদ পাতা হয়ে ঝরেছিল সেদিন,আর আমি দেখেছিলাম লাল ফুলের স্বপ্ন।
বহুদিন পর সাধ হল তোমার গোলাপ গাছটি দেখবার।
ভোরের ভিড়ের ট্রেন, দাঁড়ানোর জায়গা নাই,চারিদিকের পচা গন্ধ উপেক্ষা করে আমি ছুটছি লাল গোলাপের আশায়।
ঝড়ের মত ছুটছে ট্রেন হঠাৎ বিকট শব্দ। বাতাস ভারি করা আর্তচিৎকার বাঁচার প্রত্যাশায়।
আমি ও খুব চিৎকার করে বলতে চাচ্ছি, সবাই শুনুন, আমি মল্লিকা,
একটু সরে পড়ুন, আমি আমার গোলাপের কাছে যাব।আমার ভালোবাসার লাল গোলাপের কাছে! একটু পথ ছাড়ুন!
কেউ শুনল না কোন কথা।এক পৃথিবীর ভর আমার উপর। তোতো জলে , লাল রঙে ভেসে যাচ্ছে গায়ের বসন। মনে করতে চাচ্ছি তোমার মুখ।কুঁয়াশায় তলিয়ে গেল মুখখানা।
আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ তুমি।
দূরে সরে যাচ্ছে পৃথিবীর সব রঙ সব শব্দ ।
চেনা মুখগুলো ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে ঘন অন্ধকারে।
গভীর ঘুমে তলিয়ে যাবার আগে দেখতে পেলাম,তোমার বাগানের বাম পাশে লাল গোলাপ ভেবে যে ডালটি পুঁতেছিলাম , সেখানে ফুটে আছে হাজারটা নীল গোলাপ।
চমৎকার হয়েছে। লিখার হাত ভালো আছে চালিয়ে যান।
অসংখ্য ধন্যবাদ সুহৃদ।