Homeকবিতাডেথ এডারের ফনা

ডেথ এডারের ফনা

তুই চলে গেলি শেষ বিকেলের আলো-গন্ধহীন
শুকনো পাতার ব্যথা ভরা নীল গভীর অরণ্যে
দলিত মথিত উষ্ণ-মর্মর শব্দের ভেতর দিয়ে-
বুকের পিঞ্জরে আমি সমগ্র পথের ছবি আঁকি…

ঝোপঝাড়, অন্ধকারে তুলি হাতে আঁকতে ছিলাম
ভালোবাসা, দ্বিধান্বিত জলস্রোত এই অবেলায়
সে-ও ঝড়ে ধুয়ে যায়। জরাজীর্ণ জীবন আমার
কোথাও, রোদ্দুরে কোনো ঠাঁই নেই। নিথর সময়।

এখন পারি না- তোর অবহেলা, অনিন্দ্রায় রাঙা
কৃষ্ণচূড়ার মতোন স্বপ্নগুলো শেষ হয়ে গ্যাছে ।
সোনার শেকলে ভালো থাকিস। নতুন ঘর-দ্বোরে
আল্পনা আঁকিস। যেনো বর্ণসিক্ত ‘রুজরাঙা নারী।’

সমস্ত শরীরে শেষ সূর্যাস্তের রক্ত-বালুকণা
আমার সামনে নদী নেই- ডেথ এডারের ফনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য