Homeকবিতাঝলসে ওঠা সুলতানী তলোয়ারে বন্ধ হয় বসন্তের দ্বার

ঝলসে ওঠা সুলতানী তলোয়ারে বন্ধ হয় বসন্তের দ্বার

ঝলসে ওঠা সুলতানী তলোয়ারে বন্ধ হয় বসন্তের দ্বার

নাফে নজরুল

অহংকারে মাতাল দূর্গ
বলকানের অবরুদ্ধ বাতাসে নিমজ্জিত মুহূর্তের।
আগ্রাসী ঋতু হেলে পড়া প্রশ্রয়
কালো লোমশের ঘ্রাণে
নখরাঘাতে ছিন্নভিন্ন বক্ষ।
সর্বনাশা কষ্টে বাঁচার আকুতি নিয়ে
গলগল করে খেলে যাওয়া চঞ্চল শিহরণ
প্রত্যাখান হয় করমর্দন স্বীকারোক্তি।
নুয়ে পড়ে ওস্তাদী শির
ঝলসে ওঠা সুলতানী তলোয়ারে বন্ধ হয় বসন্তের দ্বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য