খোকার গ্রাম
রাসাপি সরকার
মা বলেন, পড়রে খোকা
থাকবি শহর খানায়
বাবা বলেন কঠোর ধমে
দৃষ্টি রাখ বইয়ের কানায়।
পাঠ কী হবে চূতের গন্ধে
ভুমর যে শুধু বাজায় শানাই,
কাঠালচাপায় দিচ্ছে যে ডাক
বই যে থাকে চির নিদ্রায়।
এক যে এলো রহিম চাচা
মাথায় যে তার লিচুর খাঁচা,
গোল্লায় গেল সব পড়া শোনা
বারেন্দায় থাকতে এসেছে মানা।
গ্রাম যে আমার মস্ত বড়
ঘুড়ছি আমি দিব্বি মনে,
সবুজ মাঠের নরম হাওয়ায়
ঘুড়ি উড়াব নীল গগনে।
যখন তুমি থাক পাঠে
বইয়ের এপাঠ ওপাঠ,
তখন আমি কিচ্ছা শুনি
চাঁদের বুড়ির জাদুর হাট।
হেমন্তের রূপ নতুন ধানে
কৃষক কাকু হাসে গোপনে,
চারদিকে শুধু পিঠার আমেজ
মিলাদ পড়ে সব ভক্তি মনে।