আজকে ভীষণ বৃষ্টি নামুক,
হুলুস্থুল বাদলা হাওয়া একলা মেয়ের খোঁপা খুলুক;
চার দেয়ালের একলা ঘরের কপাট ভাঙ্গুক—
আজকে মেয়ে হুলুস্থুল বৃষ্টি ভিজুক।।
এক দৌঁড়ে পিচঢালা পথ
ফুটপাত বা ভেজা রাজপথ–
ছেঁড়া স্যান্ডেল ছুঁড়ে ফেলে
শরীর ভরা বৃষ্টি ঢেলে,
বৃষ্টিভেজা একলা মেয়ে একটু হাঁটুক।।
ছন্নছাড়া শ্রাবণজলে মন ভিজিয়ে একটু হাসুক–
একলা মেয়ে একটুখানি তার একাকি স্বপ্নে ভাসুক।
ডাক্তার আপা,
আপনি খুব ভালো কবিতা লেখেন। আপনার কবিতা পড়তে ভালো লাগে। ♥
আপনার জন্য শুভ কামনা রইলো।
অনেক অনেক ধন্যবাদ আমীর 🙂