Homeকবিতাএকলা মেয়ে একটু হাঁটুক

একলা মেয়ে একটু হাঁটুক

আজকে ভীষণ বৃষ্টি নামুক,
হুলুস্থুল বাদলা হাওয়া একলা মেয়ের খোঁপা খুলুক;
চার দেয়ালের একলা ঘরের কপাট ভাঙ্গুক—
আজকে মেয়ে হুলুস্থুল বৃষ্টি ভিজুক।।
এক দৌঁড়ে পিচঢালা পথ
ফুটপাত বা ভেজা রাজপথ–
ছেঁড়া স্যান্ডেল ছুঁড়ে ফেলে
শরীর ভরা বৃষ্টি ঢেলে,
বৃষ্টিভেজা একলা মেয়ে একটু হাঁটুক।।
ছন্নছাড়া শ্রাবণজলে মন ভিজিয়ে একটু হাসুক–
একলা মেয়ে একটুখানি তার একাকি স্বপ্নে ভাসুক।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সেলিনা মওলা (Selina Moula)
সেলিনা মওলা
ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান ll

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য