Homeকবিতাএই আমি

এই আমি

এই আমি

শাহ জালাল 

এই আমি গোধুলীর আলোয় এক আগন্তুক 

নক্ষত্রগুলোকে দেখে পথ চলি,পথ থেকে পথে,

কখনো সুখে কখনোবা দুখের অনলে অবগাহন করি,

হাসি  নয়তো  বা কান্নার শব্দে  আচমকাই অচেনার পথ ধরি।

প্রেমময়ী হৃদয়ের গান শুনতে গিয়ে হঠাত থামি 

গৃহ হতে অনেক আগেই বেরিয়ে এসেছি আমি

তবু্ও  তপ্ত দুপুরে কাক ডাকা রোদে দাঁড়িয়ে থাকি

রোদ্দুরে মায়ায় জড়িয়ে থেকে পথেই নামি। 

ভালোবাসা আদর স্নেহ, স্নেহময় বৃক্ষছায়ায় আমি

অনেক কষ্ট পাওয়া পথ শিশুর নিষ্পাপ রক্তে আমি

দুর আকাশে লেপ্টে থাকা চন্দ্র আমি

সকল সীমানা হৃদয়ে বপন করে কল্পনায় নামি

শুধু আমি আর শুধুই এই আমি।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শাহ জালাল Shah Jalal
শাহ জালাল
জীবন শাহ জালাল জীবন বড় একরোখা সাদাসিধা আর জল রঙের মতো ইচ্ছে গুলোকে ওড়াবো নিলে বলবো কথা ডাহুকীর সনে সুপ্ত আছে যত। পুড়বো আমি ঘাসের যাতনায় কাঁদব তারই দুখে হাসব যখন সুয্যি হাসে ভেসে নদীর বুকে। পাখিদের মতো গাইবো আমি নাচবো তাদের সাথেই নীল বেদনা টুটবে তাতে থাকবে না লুকে বুকে।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য