এই আমি
শাহ জালাল
এই আমি গোধুলীর আলোয় এক আগন্তুক
নক্ষত্রগুলোকে দেখে পথ চলি,পথ থেকে পথে,
কখনো সুখে কখনোবা দুখের অনলে অবগাহন করি,
হাসি নয়তো বা কান্নার শব্দে আচমকাই অচেনার পথ ধরি।
প্রেমময়ী হৃদয়ের গান শুনতে গিয়ে হঠাত থামি
গৃহ হতে অনেক আগেই বেরিয়ে এসেছি আমি
তবু্ও তপ্ত দুপুরে কাক ডাকা রোদে দাঁড়িয়ে থাকি
রোদ্দুরে মায়ায় জড়িয়ে থেকে পথেই নামি।
ভালোবাসা আদর স্নেহ, স্নেহময় বৃক্ষছায়ায় আমি
অনেক কষ্ট পাওয়া পথ শিশুর নিষ্পাপ রক্তে আমি
দুর আকাশে লেপ্টে থাকা চন্দ্র আমি
সকল সীমানা হৃদয়ে বপন করে কল্পনায় নামি
শুধু আমি আর শুধুই এই আমি।
Fine