Homeকবিতাশূন্যতা

শূন্যতা

শূন্যতা

মো: শাহ জালাল

নক্ষত্র পতনের পরও চিরন্তন সুখবিধান আকাশের নির্জনতায়,

পানকৌড়ির ডানায়  এক চিলতে রোদ হারানোর সুখ,

শেষ বিকেলের নিভু নিভু আলোর উঁকি মারার চেষ্টা

কোনো কিছুতেই শ্রান্তি খুঁজি নাকো আমি,

আমি তো মুগ্ধ অবনয়ন চিত্তে, ডুবেচি শূন্যতায়।

সারি সারি দেবদারু পল্লব তলে বৃষ্টির ঘ্রাণ,

হংসী বালিকার পদচিহ্নে আঁকা মৃত্তিকার প্রাণ,

সুখ দুঃখের টানাপোড়েনে জরাজীর্ণ অহমিকা

কোনো কিছুতেই মোহিত হইনা কো আমি কভু,

অবগাহনে মত্ত আমি নিস্তব্ধ শূন্যতার চন্দ্রস্নান।

আমি পুলকিত না, না কোনো কালে আনন্দিত,

আমি অস্থির না, না বিশ্বাসী নিজ অস্তিত্বে,

হাস্যজ্বল কভু আমি নই নিজ কৃতিত্বে।

স্নিগ্ধ সুষমায় ভরা দিঘি আমি তো নই,

কিংবা প্রচন্ড ক্ষর তাপে দগ্ধ প্রান্তের বৃক্ষ,

সুবাস হীন প্রজ্জ্বলিত শূন্যতায় আমি চিরকাল উজ্জীবিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শাহ জালাল Shah Jalal
শাহ জালাল
জীবন শাহ জালাল জীবন বড় একরোখা সাদাসিধা আর জল রঙের মতো ইচ্ছে গুলোকে ওড়াবো নিলে বলবো কথা ডাহুকীর সনে সুপ্ত আছে যত। পুড়বো আমি ঘাসের যাতনায় কাঁদব তারই দুখে হাসব যখন সুয্যি হাসে ভেসে নদীর বুকে। পাখিদের মতো গাইবো আমি নাচবো তাদের সাথেই নীল বেদনা টুটবে তাতে থাকবে না লুকে বুকে।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য