Homeকবিতাতুমি চেয়েছিলে

তুমি চেয়েছিলে

 

           তুমি চেয়েছিলে।

                        শাহ   জালাল

 

তুমি চেয়েছিলে আকাশের জলন্ত অগ্নি পিন্ড।

আমি দিতে পারি নি।

চেয়েছিলে রাতের সোনালী চাঁদের রুপালী আভা।

বেলেছিলাম পারবনা।

শিতের শিশির স্নাত সকাল বেলার হিমেল হাওয়ায় দুলে দুলে গান শোনাতে চেয়েছিলে।

আমি তখনো নিরব ছিলাম।

চেয়েছিলে তুমি বৃষ্টির আবিরাম ধারা হয়ে ঝরতে। 

আমি কিছু বলতে পারিনি। 

অভিমান করে বলেছিলে আমি কাঁদতে চাই।

আমার প্রানের  ভাষা এনে দাও।

নিজের ভাষায় কাঁদতে দাও।

আমি বলেছিলাম মায়ের ভাষা,  এনে দিব।

অবশেষে ২১ এল তাজা রক্ত দিলাম

আমার মায়ের মুখে কথা এনে দিলাম। 

অভিমান করো না মা।

আমরা তোমার সন্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শাহ জালাল Shah Jalal
শাহ জালাল
জীবন শাহ জালাল জীবন বড় একরোখা সাদাসিধা আর জল রঙের মতো ইচ্ছে গুলোকে ওড়াবো নিলে বলবো কথা ডাহুকীর সনে সুপ্ত আছে যত। পুড়বো আমি ঘাসের যাতনায় কাঁদব তারই দুখে হাসব যখন সুয্যি হাসে ভেসে নদীর বুকে। পাখিদের মতো গাইবো আমি নাচবো তাদের সাথেই নীল বেদনা টুটবে তাতে থাকবে না লুকে বুকে।

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য