তার শেষ চিঠিখানা পড়ে আছে আজ টেবিলের বাঁয়,
তার থেকে পাওয়া শেষ উপহার বইয়ের এ তাক,
একসাথে শেষ দেখি ফিঙে ফেরে গোধুলি বেলায়:
নদী তীরে শেষ দেখা কোনো ক্লান্ত পাখিদের ঝাঁক।

কৃষ্ণচূড়াও দেখেছি সেদিনই শেষ — এলো সে খোঁপায়
রাস্তার ধুতুরাই আজও তবে সবশেষ ছোয়া-ছানা ফুল;
হাতে হাত রেখে শেষ চোখে চাওয়া কবে জানা দায়;
আর তারে ভালোবাসা এ অবধি জীবনের সব শেষ ভুল।