বাবা- টা কেন আসেনা
বেলা যায় কতদূর
বাজে কানে সেই কলি
হতে সাত সুমুদ্দুর
আজ কি চা টা হবেনা?
গুড়ের টাটকা চা
চায়ের কাপে এক চুমুক
দেবেনা আর বাবা।।
অভ্যেস আমার বিছানায়
পড়া হেলান দিয়ে
কোন ফাঁকে বাবা দিতেন
আলতো কাঁথা জড়ায়ে।
হারিয়ে গেছে সেদিন আমার
হারিয়ে গেছো তুমি
এখনো হয় অনেক সাধ
তোমার চরনে চুমি।।
যাচ্ছে জীবন যেমন বয়
সাজানো সংসার
জানো কি তুমি হৃদি মাঝে
আমৃত্যু হাহাকার?