মেঘ

এক জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, রিক্ত হলো
এক নিমিষে সাদা মেঘের পুঞ্জ ভেলা, নিকষ কালো
কালো কেশের সোনার মেয়ের দীঘল কালো গুচ্ছ ছায়ে
ঝড় বয়ে যায়, বাতাস ভারী এলোমেলো, হঠাৎ বায়ে
ভ্রু কুটি তার মেঘের পানে, ছুটছে ছুটুক, এলোমেলো
দমকা হাওয়া আলো আঁধার আকাশখানি বড্ড কালো।

উড়ছে তাহার শাড়ির আঁচল,ডানে বায়ে, ফুলছে ফুলুক
পরোয়া নেই ফেনিল স্রোতে মনটা মেয়ের দুলছে দুলুক
আজ হৃদয়ে নাচন উঠুক, উছল ঢেউয়ের বাঁকে বাঁকে
হাওয়ার প্লাবন খুব যতনে উড়িয়ে নেবে দুঃখটাকে
এক মুঠোতে কষ্টগুলো উড়িয়ে দিল মেঘের পানে
সুখ পাখিটা আজ কি কোথাও গেয়ে উঠে আপন মনে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য