আকাশটা আজ বড্ড গুমোট, মনমরা
চাপ চাপ ছাই রঙা মেঘের আনাগোনা
কে জানতো এমনি দিনে রোদেলার বিয়ে?
সানাই আর মেঘের শব্দ একাকার
কিন্নরকন্ঠী বিষাদমাখা সে সুর।
মেঘমল্লার গুরুম গুরুম ধ্বনির সাথে
হারিয়ে যায় সুদুর স্মৃতির ডায়েরিতে
এমনি কোন দুপুরে,ঝড় ঝড় ঝড়ে
বালতি হাতে ছোট্র মেয়ে নেমেছিল
ভেজা উঠোনে আম কুড়ানোর ছলে
আরে আরে! কত্ত সাহস! কে ওখানে কে
নিমিষে উধাও আগন্তুক! তেড়ে গেলে মেয়ে
বুঝে গেল, বুকে ছলাৎ ঢেউ খেলে গিয়ে
পলি মাটির মায়া! নরম কোমল হৃদয়ে দোলা
সমুখে বৈশাখীর মাতাল উতল হাওয়া। ।
চলেছিল বেশ কতক বছর
জানা অজানায়, চেনা অচেনায়
ভালোবাসা কিংবা ভালোলাগায়
আবেগ অভিমানে,রাগ আর অণুরাগে
গড়ে উঠে দুজনার সুরম্ম প্রাসাদ।।
আজ রোদেলার ফিরে যাবার দিন
নরম পলি মাটিও ধীরে ধীরে দৃঢ় হয়
ঢেউয়ের আঘাতে কোমলতা যায় হারিয়ে
হয়ে উঠে পলি পাথর কিংবা পরশপাথর।
তুমি আর হারাবেনা, ধুয়ে যাবেনা ঢেউয়ের তোড়ে
তোমার বুকে প্রাণ পাবে আজ নোনা ঢেউ
সাদা সাদা তুলো তুলো হয়ে আছড়ে পড়বে
হয়ে উঠবে তুমি তার অস্তিত্বের আঁধার
বারংবার তোমাতেই বিলীন হবে সে – কেউ।।
চমৎকার কবিতা