Homeকবিতাগতিময় শুভসন্ধ্যা

গতিময় শুভসন্ধ্যা

গতিময় শুভসন্ধ্যা

২১/০৮/২০২২

আঁধার কেটে এগিয়ে যাওয়া দ্রুতগামী যান
আমাকে অভিভূত করতে পারেনা,
আমাকে অভিভূত করে আঁধার ফুড়ে বেরিয়ে আসা
সারি সারি বৃক্ষ, পাটখড়ির সারি কিংবা পাটের গাদা।
ধোঁয়াসার চাদরে মুড়ানো ক্ষেত, কিশোরের চলমান চরকি,
মাঝে মাঝে দল বেধে চলতে থাকা কিছু কিশোরী
এমনকি অলস ল্যাম্পপোস্টের উপরে বসে থাকা একাকী শালিক
আমায় মুগ্ধ করে প্রতিনিয়ত,
আর হতাশায় মুখথুবড়ে পড়ে থাকে গতিশীল যান, চালকের গান।
আমাকে মুগ্ধ করতে থাকে সড়কের উপর ছাতা হয়ে নুইয়ে থাকা গাছের শাখা
ক্ষেতের বুক চিড়ে এগিয়ে যাওয়া আইলের রেখা।
কিন্তু আমায় বিমুগ্ধ করতে পারেনা সড়কের বাতি অথবা ট্রাফিক রেখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য