Homeকবিতাঅমনিবাস

অমনিবাস

টেবিলের তলে দেখে বোতলের মুখ
সারারাত না ঘুমায়ে যে আগন্তুক
ছুড়ে দিয়ে বরাবর, পেয়ালার গতি
কতটুকু বদলায় মেঝের জ্যামিতি?

চেয়ার ছড়ায়ে বসে, টেবিলের ধারে
ছিপিখানা পড়ে থাক তেরছা -কিনারে
বোতল বগলে নিয়ে ভাবে পুনরায়
মেঝের জ্যামিতিজুড়ে কী কী পালটায়?

মাথার উপরে ফ্যান সারারাত ঘোরে
ছিপি ছুড়ে মারা যাক তাতে, কম-জোরে
আলগোছে টেনে নেয় দু-একটা বই
বোতলের মুখ-ছিপি পড়ে থাকলোই

এই ভেবে সারারাত করে ফেলে ঠিক
কবিতা লিখবে আজ কবিতা-ক্রিটিক।

অমনিবাস #সর্বনাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শোয়েব সর্বনাম
শোয়েব সর্বনাম
সাহিত্যিক ও সাংবাদিক

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য