Homeকবিতাকিংবা ধরো, একটু একটু

কিংবা ধরো, একটু একটু

কিংবা ধরো, একটু একটু রোজ
পান করলাম, তোমার যা জলজ
কিংবা ধরো, একটা রাতের ঘাম
মিটায়ে দিলেম- তোমার যত দাম

হয়তো তুমি অনন্তকাল ধরে
হাটতেছিলা আমার তেপান্তরে
কিংবা ধরো, তোমার সকলটাই
গ্লাসে ঢেলে, এক চুমুকেই নাই!

হয়তো তখন পুনর্জন্ম হয়
তোমার ভিতর জলীয় বলয়
কিংবা ধরো, একটা ফোঁটাই হলো
পদ্মপাতায় করছে টলোমলো;

ভালোবাসায় যতই দেব বাঁধ-
একটা ফোঁটাই আমার অপরাধ।

সর্বনাম #খারাপখারাপকবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শোয়েব সর্বনাম
শোয়েব সর্বনাম
সাহিত্যিক ও সাংবাদিক

এই লেখকের আরো লেখা

এই ক্যাটাগরির সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য