কিংবা ধরো, একটু একটু রোজ
পান করলাম, তোমার যা জলজ
কিংবা ধরো, একটা রাতের ঘাম
মিটায়ে দিলেম- তোমার যত দাম
হয়তো তুমি অনন্তকাল ধরে
হাটতেছিলা আমার তেপান্তরে
কিংবা ধরো, তোমার সকলটাই
গ্লাসে ঢেলে, এক চুমুকেই নাই!
হয়তো তখন পুনর্জন্ম হয়
তোমার ভিতর জলীয় বলয়
কিংবা ধরো, একটা ফোঁটাই হলো
পদ্মপাতায় করছে টলোমলো;
ভালোবাসায় যতই দেব বাঁধ-
একটা ফোঁটাই আমার অপরাধ।